দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে ইসলামী আন্দোলন: শেখ মুহাম্মাদ নুর-উন-নাবী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০১৯ ডেস্ক: ইসলামী যুব আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) জেলার স্বাধীনতা স্কয়ার চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেদ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মুফতি শেখ মুহাম্মাদ নুর-উন-নাবী। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সর্বপরি ইসলামী শাসনব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে এ দেশে সোনালী দিন ফিরিয়ে আনার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ পথচলা। এসময় তিনি যুব সমাজকে এ দেশের উন্নয়ের জন্য কাজ করার প্রতি উদ্বুদ্ধ করে ইসলামী যুব আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মুহিববুল্লা। বক্তব্য রাখেন আল আমিন সিরাজি, হাবিবুল্লাহ, নাজমুল ইসলাম। আরএম/ Comments SHARES সংগঠন বিষয়: শেখ মুহাম্মাদ নুর-উন-নাবী