মাদ্রাসা বোর্ডে আলিম পরীক্ষায় দেশসেরা ‘ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৯ নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি: বুধবার (১৭ জুলাই) প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০১৯-এর ফলাফল। এ বছর উচ্চ মাধ্যমিকে পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। মাদ্রাসা বোর্ডের অধীনে এবছরও আলিম পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে ২০৬ জন শিক্ষার্থী অংশ প্রহণ করে ২০৪ জন পাস করেছে। পাশের হার ৯৯.০৩%। এর মধ্যে ‘জিপিএ-৫’ পেয়েছে ৯১ জন। বাকিরা সবাই ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে ২৮ জন এবং সাধারণ বিভাগ থেকে ৬৩ জন শিক্ষার্থী ‘জিপিএ-৫’ পেয়েছে। অর্থাৎ মোট পরীক্ষার্থীর ৪৪% ‘জিপিএ-৫’ পেয়েছে। ঝালকাঠি নেছারাবাদ কমপ্লেক্সের সেমিনার কক্ষে এক সাংবাদিক সম্মেলনে মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবু জাফর মোঃ সালেহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যারা আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে একমাত্র ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসাই শতকরা ৪৪% ‘এ প্লাস’ পেয়েছে। সেই হিসেবে আমরা দেশসেরা। এদিকে ফলাফল প্রকাশের পর মাদ্রাসা প্রঙ্গনে উল্লাসে ফেটে পড়ে উত্তীর্ন শিক্ষার্থীরা। Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: