সোনার বাংলাদেশ গড়তে প্রয়োজন সোনার মানুষের: মুফতী কাওছার বাঙ্গালী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০১৯ ডেস্ক: মুফতি হোসাইন মোহাম্মদ কাওছার বাঙ্গালী বলেন, ভুল থিওরী দিয়ে কখনো সঠিক ফল পাওয়া সম্ভব নয়। বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে প্রয়োজন একদল সোনার মানুষের। আর এই সোনার মানুষ গড়ার কারিগর হচ্ছেন এদেশের কোটি মানুষের আস্থাভাজন রাহবার হযরত পীর সাহেব চরমোনাই। ১২ জুলাই (শুক্রবার) ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত “যুব জমায়াতে” প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি এ কথা বলেন। কাওছার বাঙ্গালী বলেন, পীর সাহেব চরমোনাই যুব আন্দোলন গঠন করে প্রমাণ করেছেন- এদেশের যুব সমাজ কিভাবে মাদক মুক্ত জীবন গঠন করবে, এদেশের যুবসমাজ কিভাবে ধর্ষণ থেকে তাদের জীবনকে বিরত রাখবে, এদেশের যুবসমাজ কিভাবে খুন, ছিনতাই, রাহাজানি, অন্যায়, অত্যাচার এবং জুলুম থেকে মুক্তি পাবে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লক্ষ লক্ষ যুবককে তিনি এই মন্ত্রে উজ্জীবিত করে সোনার মানুষে পরিণত করতে সক্ষম হয়েছেন। আর এই যুব আন্দোলনের মাধ্যমেই সম্ভব একটি সোনার বাংলাদেশ গঠন করার। তিনি বলেন, যারা বাংলাদেশে রডের বদলে বাঁশ দেয়, রডের বদলে কলাগাছ দেয়, যারা সরকারী প্রকল্প বাস্তবায়নে অর্থ আত্মসাত করে, যারা সরকারি বরাদ্দের টাকা চুরি করে নিজেদের বাল-বাচ্চা নিয়ে দেশের বাইরে গিয়ে আয়েশ করে, যারা গরিবের পেটে লাথি মারে, রাষ্ট্রীয় সম্পদ তসরুফ করে, যারা একটা বালিশ এর মূল্য ৬ হাজার টাকা দেখিয়ে টাকা চুরি করে, এই সকল চোর, বাটপার ছিনতাইকারীদের দিয়ে কোনদিন সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। তিনি আরও বলেন, আগামীর ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে পীর সাহেব চরমোনাই নেতৃত্বে যুব আন্দোলনের মাধ্যমে একটি যুব বিপ্লব ঘটাতে হবে। এসময় নারায়ণগঞ্জবাসীকে প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানান মুফতী কাওছার বাঙ্গালী। নারায়ণগঞ্জের শিবু মার্কেট সংলগ্ন জেলার স্থায়ী কার্যালয়ে আয়োজিত যুব জামায়াতের সভাপতিত্ব করেন যুব আন্দোলনের জেলা সভাপতি জনাব মাওলানা শফিকুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ যুবায়ের হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি ইমদাদুল্লাহ হাশেমীসহ সংগঠনের থানা প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। যুব জমায়েত শেষে জেলার কার্যক্রম মূল্যায়ন ও তদারকি করা হয়। সর্বশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। Comments SHARES সংগঠন বিষয়: