ইবিতে উন্নয়ন অধ্যয়ন বিভাগে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের আয়োজনে ‘গুড গভার্নেন্স এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সেমিনার কক্ষে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিম বানু’র সভাপতিত্বে সেমিনারে বক্তব্য প্রদান করেন নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক ড. টেক নাথ ঢাকাল।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন অধ্যায়ন বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল আলম, প্রভাষক এবং সহকারী প্রক্টর মোঃ হাফিজুল ইসলাম, প্রভাষক এ এইচ এম নাহিদ, প্রভাষক আতিফা কাফী, প্রভাষক মোঃ ফিরোজ হোসেনসহ উন্নয়ন অধ্যয়ন বিভাগের শতাধিক শিক্ষার্থীবৃন্দ।

এসময় বক্তাগণ,গুড গভার্নেন্স তথা সুশাসন কি, বাংলাদেশে এর বর্তমান অবস্থা,কিভাবে তার বাস্তবায়ন করা সম্ভব এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট (এসডিজির) টার্গেট বাস্তবায়ন এর বর্তমান অবস্থা এবং ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করেন।

Comments