বিসিএস পরিক্ষার্থীদের শিক্ষা উপকরন দিয়ে শুভ কামনা জানালো জবি ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মে ১, ২০১৯ জবি প্রতিনিধি: ক্যম্পাসে নানা প্রকার মানবিক, সামাজিক ও অনুপ্রেরণামূলক কর্মকান্ডে জবি ছাত্রলীগ নেতা নাজমুলকে প্রারম্ভ হতেই দেখা যায়। কিছুদিন আগে পহেলা বৈশাখে পথশিশুদের মাঝে খাবার, টি-শার্ট ও খেলনাসহ ননা উপকারন প্রদান করে বেশ প্রশংসিত হন। এরই ধারাবাহিকতায় আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় উন্মুক্ত পাঠাগারে ৪০তম BCS প্রিলিতে অংশগ্রহণকরী শিক্ষার্থীদের কলম, পেন্সিল, রাবার, কাটার, ম্যাপ সহ নানা শিক্ষা উপকরন দিয়ে শুভ কামনা জানালেন জবি ছাত্রলীগের সদ্য সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো: নাজমুল আলম। পাঠাগারে অধ্যয়নরত প্রায় শতাদিক পরিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরন বিতরন করা হয়। এছাড়াও ছাত্রলীগের শতাধিক কর্মী উপস্থিত ছিল। এ সময় গত কয়েক বারের মত দেশের সর্বোচ্চ মেধা যাচাই ও প্রতিযোগিতা মূলক প্লাটফর্ম বিসিএস পরিক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান এবারো ধরে রাখার প্রত্যাশা করা হয়। নাজমুল বলেন, এবারের ৪০তম বিসিএস প্রিলি পরিক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহনকারী সকলের জন্য শুভ কামনা জানিয়েছেন প্রিয়নেতা গোলাম রব্বানী ভাই। আজ (বুধবার) পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরনের মাধ্যমে এই বার্তা পৌঁছে দিলাম। সর্বদা এমন সৃষ্টিশীল কিছু করার অনুপ্রেরণা পাই আমার নেতা বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানী ভাইয়ের অজস্র মানবিক কর্মকাণ্ড হতে। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: