ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে ময়মনসিংহ বিভাগ সমিতি, ঢাকা ও ময়মনসিংহ জিলা সমিতি, ঢাকা’র পিঠা উৎসব ২০২৫ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫ ময়মনসিংহ বিভাগ সমিতি, ঢাকা ও ময়মনসিংহ জিলা সমিতি, ঢাকা’র উদ্যেগে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি (সোমবার) সেগুনবাগিচার কচি কাঁচার মেলায় এই উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবের মাধ্যমে ময়মনসিংহের ঐতিহ্যবাহী পিঠা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। উৎসবে পাটিসাপটা, ভাপা, পাকান, চিতইসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শিত হয়। ময়মনসিংহ বিভাগ সমিতি, ঢাকা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব শাহ মো. আবু রায়হান আলবেরুনী, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা’র মহাসচিব নাসির উদ দৌলা, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এর ভাইস চেয়ারম্যান ও দৈনিক আমাদের দিন পত্রিকার প্রধান সম্পাদক অ্যাড. মনিরুজ্জামান (শাশ্বত মনির), বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম,বিশিষ্ট সমাজ সেবক ও কর্পোরেট ব্যক্তিত্ব সৈয়দ আলমগীর, বিশিষ্ট শিল্পপতি ও বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা’র সিনিয়র যুগ্ম-মহাসচিব মোঃ মামুনুর রশিদ। উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মোঃ আবদুল্লাহ হারুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার মোহাম্মদ খসরু আলম, বিশিষ্ট সমাজ সেবক ও কর্পোরেট ব্যক্তিত্ব এস এম রফিকুল আলম সিপন, শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদ,ক্যাকটাস বিডি-র ম্যানেজিং পার্টনার এন্ড সিইও শওকত আলী হাজারী, ল্যান্ড কনসালটেন্ট বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজার ও কো-অর্ডিনেটর হারুন অর রশিদ, খালিদ রহমান খুশবুসহ সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই। পিঠা শুধু একটি খাবার নয়, এটি আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ”। ময়মনসিংহ বিভাগ সমিতি, ঢাক’র মহাসচিব ও ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক এর সঞ্চালণায় স্বগত বক্তব্য দেন ময়মনসিংহ জিলা সমিতি, ঢাকা‘র সভাপতি এডিএম সালাহউদ্দিন হুমায়ুন। Comments SHARES Uncategorized বিষয়: ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে ময়মনসিংহ বিভাগ সমিতিঢাকা ও ময়মনসিংহ জিলা সমিতিঢাকা’র পিঠা উৎসব ২০২৫