‘আসুক না যত বাঁধা যত ঝড় সাইক্লোন’ গান নিয়ে গীতিকার মুজাহিদ বুলবুলের ক্ষোভ!

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৯

ডেস্ক: ‘আসুক না যত বাঁধা যত ঝড় সাইক্লোন/রাসূলের পথে মোরা চলবই/এ জীবন বাজি রেখে দীনের নিশান মোরা/বাংলার আকাশে ওড়াবই’। সারাদেশে ব্যাপকভাবে জনপ্রিয় এই গান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গানটির গীতিকার, সুরকার ও শিল্পী মুজাহিদুল ইসলাম বুলবুল।

তিনি অভিযোগ করে বলেন, তার এই গানটি অনেকেই অনেক ভাবে গেয়ে, ভিডিও করে ইউটিউবে আপলোড দিয়েছেন কিন্তু গীতিকার সুরকারের নাম উল্লেখ করার প্রয়োজনবোধ করেননি। এমনকি অনেকে গানটিকে নিজের নামে চালিয়ে দিয়েছেন। কেউ কেউ গানের সাথে নিজেদের পছন্দ মত শব্দ জুড়ে দেয়ার মত মারাত্মক অন্যায় কাজ করেছেন বলেও অভিযোগ করেন মুজাহিদ বুলবুল।

বুলবুল-সকল গীতিকার, সুরকার ও শিল্পীকে এই ধরনের অনাকাঙিক্ষত কাজের প্রতিবাদ জানানোর আহবান জানিয়ে বলেন, সবাই মিলে এসবের প্রতিবাদ না করলে সাধারণ শ্রোতা বারবার বিভ্রান্ত হবেন। তিনি বলেন, আজ হয়ত আমার গান নিয়ে এমনটি করা হচ্ছে, কাল আরেকজনের গান নিয়েও যে এমনটি হবে না তার নিশ্চয়তা নেই।

তিনি এ ধরনের হীনতাপূর্ণ কাজ থেকে বিরত থাকার জন্য আহবান জানান।

উল্লেখ্য, কবি, গীতিকার মুজাহিদ বুলবুলের লেখা ‘আসুক না যত বাঁধা যত ঝড় সাইক্লোন’ গানটি প্রকাশের পর থেকে সারাদেশে ব্যাপকভাবে সমাদৃত হয়। বিভিন্ন ব্যক্তি বা সংঠন গানটির গাইতে থাকে। অনেকে এই গানটিকে নিজের নামে চালিয়ে দিয়েছে এমন নজিরও রয়েছে।

সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক-ইউটিউবে সার্চ দিলে অসংখ্য ভিডিও পাওয়া যাবে যারা এই গানটি গেয়েছে এবং তাতে অনেকেই গীতিকার হিসেবে নিজের নাম উল্লেখ্য করেছে। আর অধিকাংশই গানের গীতিকারের নাম উল্লেখ্য করেনি।

/আরএ

Comments