মিরসরাই মজহারুল হক স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৯ মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলার মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের তিনদিন ব্যাপী জাতীয় দিবস উদযাপন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন। রবিবার (২৪ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক পৌর প্রশাসক আলহাজ¦ আজহারুল হক চৌধুরী নওশা মিঞার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ্ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মোতাহের হোসেন চৌধুরী জুয়েল, কিছমত জাফরাবাদ এম.এ. চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বানু, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক মাওলানা শিহাব উদ্দিন, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ রেজাউল করিম, জোৎস্না আরা বেগম, মোহাম্মদ আনোয়ার হোসেন সহ সাবেক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ¦ আজহারুল হক চৌধুরী বলেন, বিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রমে বর্তমান শিক্ষার্থীদের অভিভাবক, এলাকাবাসী সহ সাবেক শিক্ষার্থী, শিক্ষানুরাগী, সমাজকর্মীদের ভবিষ্যতে প্রতিষ্ঠানের সকল কার্যক্রমে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ্ চৌধুরী বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দৌড়, চেয়ার খেলা, মুরগির লড়াই, সুইঁ সুতা ও বেলুন খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামিকাল সোমবার হামদ্-নাত, কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান, আধুনিক গান ও ২৬ মার্চ নৃত্য, মনের মত সাজঁ ও পুরষ্কার বিতরণের মাধ্যমে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হবে। বিআইজে/ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: পুরষ্কার বিতরণী অনুষ্ঠান