মেননের বিষাক্ত আস্ফালন বন্ধ করতে হবে: ছাত্র জমিয়ত বাংলাদেশ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৯ ডেস্ক: সম্প্রতি মহান জাতীয় সংসদে রাখা বক্তব্যে দেশের আলেম সমাজ ও সর্বজন মান্য আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে পতিত বামনেতা রাশেদ খান মেননের দেয়া অশালীন ও আক্রমণাত্মক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ। ছাত্র জমিয়তের প্রেস সেক্রেটারি মাহফুজুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, রাশেদ খান মেনন দেশের শান্তিপ্রিয় সকল আলেম-উলামা ও দেশের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিত্ব আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে যে বক্তব্য রেখেছেন তা অশালীন, কুরুচিপূর্ণ ও চরম ঔদ্ধত্যমূলক ৷ আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ৷ অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই ৷ তিনি আরো বলেন, মূলত গণধিকৃত মেননরা এদেশে সকল ধর্ম-বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান সহ্য করতে পারেন না ৷ নিজেদের গণভিত্তি না থাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ফায়দা লুটাই তাদের পুরনো চরিত্র ৷ এরা দেশ ও দেশের মানুষের প্রয়োজনে রাজনীতি করেনা ৷ বিদেশী অপশক্তির ক্রীড়নক হয়ে পরিস্থিতি ঘোলাটে করতেই তৎপর থাকেন ৷ /আরএ Comments SHARES সংগঠন বিষয়: