ভারতের ১৫০ হলে মুক্তি পাচ্ছে বাংলাদেশি মডেল কন্যা মেঘলার ছবি

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯

বিনোদন ডেস্ক: ভারতের ১৫০ হলে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের মডেল-অভিনেত্রী মেঘলা মুক্তার অভিনিত ছবি। সাকালাকালাভাল্লাবুডু’ দিয়ে তেলেগু ছবিতে তার এ অভিষেক হতে চলছে।

ছবিটি আগামীকাল ১ ফেব্রুয়ারি ভারতের তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক ও অন্ধ্র প্রদেশের মোট ১৫০টি হলে মুক্তি পাবে।

‘সাকালাকালাভাল্লাবুডু’র ইংরেজি অর্থ হলো অল-রাউন্ডার। ছবিটি পরিচালনা করেছেন শিবা গণেশ। এতে মেঘলার বিপরীতে আছেন তানিস্ক রেড্ডি।

মেঘলার বাবার চরিত্রে অভিনয় করেছেন সুমান টেলওয়ার। সিনেমাটি প্রযোজনা করেছে সিমহা ফিল্মস অ্যান্ড ইউভান টুরিং টকিস।

রোমান্টিক অ্যাকশন-কমেডি ধাঁচের এ ছবিতে পুলিশ অফিসারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মেঘলা।

ছবিটি সম্পর্কে মেঘলা বলেন, এটি রোমান্টিক অ্যাকশন-কমেডি মুভি বলতে পারেন। আমি একজন পুলিশ অফিসারের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সেখানে ভিলেন আমাকে পছন্দ করেন।

একটা পর্যায়ে আমাকে কিডন্যাপ করা হয়। অন্যদিকে নায়ক আমাকে উদ্ধার করেন। পুরো মুভিটি চোর-পুলিশ খেলার মতো বলতে পারেন। প্রতিটা মুহূর্তে এক ধরনের উত্তেজনা থাকবে।

/এমএম

Comments