কেশবপুরে আজ থেকে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯

বিল্লাল হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মধুমেলা।

আগামী সোমবার পর্যন্ত এ মেলা চলবে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়।

মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন,এদিন বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন যশোর-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন, যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ, যশোর-৪ আসনের এমপি রনজিৎ কুমার রায়, যশোর-৬ আসনের এমপি ইসমাত আরা সাদেক।

সভাপতিত্ব করবেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর সন্ধ্যায় যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় এমপি ইসমাত আরা সাদেক। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করবেন পুলিশ সুপার মইনুল হক, সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

সপ্তাহব্যাপী মধু মেলায় থাকবে কবির সৃষ্টি ও সাহিত্য কর্মের উপর দেশ-বিদেশী কবি সাহিত্যিকদের অংশগ্রহণে প্রতিদিন আলোচনাসভা, কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আবৃত্তি, মধুগীতি পরিবেশনা, কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য প্রদর্শন।

কুটির শিল্প ও গ্রামীণ পসরার দুই শ’ স্টল বসেছে। সার্কাসসহ নানা ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। মেলাকে ঘিরে কেশবপুরে উৎসব বিরাজ করছে।

কেশবপুর থানার ওসি মোহাম্মদ শাহীন জানান, মেলার আইন-শৃংখলা রক্ষায় পুলিশ ও অন্যান্য আইন-শৃংখলা রক্ষাবাহিনীর সদস্যরা কঠোর ভূমিকা পালন করবে।

/এসএস

Comments