কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের নবীনবরণ

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯

তুষার সান্যাল, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক শ্রী রাজিব প্রসাদ সাহা।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ এম এ হালিমের সভাপত্বিতে বক্তব্য রাখেন প্রধান অতিথি শ্রী রাজিব প্রসাদ সাহা, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট্রের পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ এম এ জলিল, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাঃ প্রদীপ কুমার রায়, অধ্যাপক ডাঃ রঞ্জন কুমার নাথ, ডাঃ খন্দকার শাহ নেওয়াজ, ডাঃ জাহাঙ্গীর কবির, প্রমুখ।

অনুষ্ঠান শেষে ১৯তম ব্যাচের ১০৬ জন নতুন ছাত্রীকে অতিথিরা ফুল দিয়ে বরণ করে নেয়।

/এসএস

Comments