কুবিতে জাতীয় শিশু দিবস পালিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৯ খোরশেদ আলম,কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। রোববার(১৭ মার্চ) সকাল ১০ টায় র্যালী ও বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিবসটি উদযাপনের কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধুকে স্মরণ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, বঙ্গবন্ধু অন্যায়ে আপোসহীন ছিলেন সেই ছোটবেলা থেকেই। তাঁর এ মনন বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করছে। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) ড. মোঃ আবু তাহের, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এছাড়াও শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাদ যোহর বঙ্গবন্ধুর স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, এর আগেরদিন শনিবার সন্ধ্যা থেকে প্রশাসনিক ভবনের সম্মুখভাগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল আলোকসজ্জায় সজ্জিত করা হয়। বিআইজে/ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: জাতীয় শিশু দিবস