কুবির ফার্মেসী বিভাগে সেমিনার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯ খোরশেদ আলম, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসী বিভাগের জন্মবার্ষিকী পালিত হয়েছে। বিভাগের ষষ্ঠ জন্মদিন (বিভাগ দিবস) উপলক্ষে ‘ইফ্লাক্স পাম্প ইনহিবিটরস: পটেনশিয়াল মলিকিউলস টু ওভারকাম এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’ বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়। সোমবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে দুপুর দুইটায় এ সেমিনার শুরু হয়। এর আগে সকাল সাড়ে নয়টায় আনন্দ শোভাযাত্রা হয়। শোভাযাত্রাটি বিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়। ফার্মেসী বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন ও মেহেরুন তানিয়ার সঞ্চালনায় এবং বিভাগীয় প্রধান মোঃ এনামূল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. এ. কে. এম রায়হান উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ কৌশিক আহমেদ; ছাত্র উপদেষ্টা সুমাইয়া হক চাঁদনী; প্রভাষক জয় চন্দ্র রাজবংশী; মানতাশা তাবাসসুম ও রাফেজা খাতুন এবং বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। প্রধান আলোচক ড. মো. আবুল মুহিত বলেন, বাংলাদেশ বর্তমানে দেশের মোট ঔষধ চাহিদার ৯৭ শতাংশ তৈরী করতে সক্ষম। খুব শীঘ্রই তা শতভাগে পৌঁছবে একমাত্র ফার্মাসিস্টদের কর্মতৎপরতায়। উল্লেখ্য, কুবিতে ফার্মেসী বিভাগের যাত্রা শুরু হয় ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে। বর্তমানে বিভাগটি ষষ্ঠ বছরে পা রাখল। বিআইজে/ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: সেমিনার