কুবিতে নতুন অর্থবছরের বাজেট পাশ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯ খোরশেদ আলম, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ অর্থবছরে ৪২ কোটি ১৭ লাখ টাকার বাজেট পাশ হয়েছে। সোমবার (২৪ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২০৭ নং কক্ষে ৭৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বহি:সিন্ডিকেট সদস্য চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান; মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুস ছালাম ও আভ্যন্তরীন সিন্ডিকেট সদস্যগণ। সভায় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগ পরিচালক কামাল উদ্দিন ভূইয়া। গত ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির (এফসি) সভায় প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয়া হয়। এবারের বাজেটে আয়ের উৎস বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুদান ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ১০ লক্ষ টাকা, ইউজিসি দিবে ৩৪ কোটি ৫৪ লাখ টাকা। পাশকৃত বাজেটের ২৬ কোটি ৮০ লাখ টাকা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে। অন্যদিকে পণ্য ও সেবা বাবদ সহায়তা খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১১ কোটি ২৮ লাখ টাকা। এছাড়াও শিক্ষার মানোন্নয়নের জন্য আইকিউএসি খাতে ১৬ লাখ টাকা এবং গবেষণা খাতে ১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থবছরে বরাদ্দ ছিল ৩৮ কোটি ১৭ লাখ টাকা। পরে সংশোধিত আকারে তা বেড়ে দাঁড়ায় ৩৯ কোটি ৮০ লাখ টাকা। ২০১৭-১৮ অর্থবছরে বাজেটের পরিমাণ ছিল প্রায় ৩৩ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার টাকা। এমএম/ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: কুবিতে 'নয় শব্দের গল্প' বইয়ের আলোকচিত্র প্রদর্শনী