কুবির দুই হলে নতুন প্রভোস্ট নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯ খোরশেদ আলম, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে তা জানা যায়। অফিস আদেশ বলা হয়, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জুলহাস মিয়াকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমানকে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট পদে নিয়োগ প্রদান করা হয়েছে। নতুন নিয়োগ প্রাপ্ত প্রভোস্টরা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে সুবিধা পাবেন এবং প্রভোস্টরা যোগদানের তারিখ থেকে তা কার্যকর হবে। উল্লেখ্য গত ১৪ জানুয়ারি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাক্তন প্রভোস্ট একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের মেয়াদ শেষ হওয়ায় ঐ হলের প্রভোস্টের পদটি খালি হয়। অন্যদিকে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রাক্তন প্রভোস্ট নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী শিক্ষা ছুটিতে বিদেশে থাকায় ঐ হলের প্রভোস্টের পদটি খালি হয়। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: