প্রতিষ্ঠার এক বছরে কুবি প্রেসক্লাব‘: সাংবাদিকতায় নারী: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৯ খোরশেদ আলম, কু্বি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব প্রতিষ্ঠার এক বছর পূর্ণ হয়েছে। গতবছরের ৪ এপ্রিল আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। গত একবছরে বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ সাংবাদিকতার মাধ্যমে গ্রহণযোগ্যতা অর্জন করেছে কুবি প্রেস ক্লাব। ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগান নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কুবি প্রেসক্লাব। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উদযাপন প্রস্তুতি নিয়েছে কুবি প্রেসক্লাব। আগামী সোমবার (৮ এপ্রিল) ‘সাংবাদিকতায় নারী: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেমিনারে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক ও আমাদের নতুন সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খান এবং অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউন এর ডেপুটি নিউজ এডিটর ফাতেমা আবেদীন নাজলা। প্রতিষ্টাবার্ষিকী সেমনারের সফলতা কামনা করে সংগঠনের সভাপতি শতাব্দী জুবায়ের ও সাধারণ সম্পাদক মাহফুজ কিশোর বলেন, ক্যাম্পাসে পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতার চর্চা ও বস্তুনিষ্ঠতার সাথে ক্যাম্পাসকে গণমাধ্যমে তুলে ধরার পণ থেকেই আমাদের যাত্রা শুরু হয়েছিলো। এই একবছরে আমরা সে পথ ধরে হেঁটেছি। এই প্রেরণা থেকেই সামনের দিনগুলোতে কুবি প্রেসক্লাব আরও সমৃদ্ধ হবে বলে আশা রাখি। আমাদের পথচলায় আমরা সকলের সহযোগিতা কামনা করছি। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: