কুবিতে রক্তদাতাদের সম্মাননা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯ খোরশেদ আলম, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বন্ধু’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা দেওয়া হয়েছে। যারা অন্তত চারবার রক্ত দিয়েছেন তাদেরকে এ সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ধুর সভাপতি আশরাফুল রহমান ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা অনেকেই অনেকভাবে নিজেদের সাহস দেখানোর চেষ্টা করি। কিন্তু নিজের গায়ের রক্ত দিয়ে অন্যকে বাঁচানোর সাহস সবাই করতে পারে না। তোমরা যারা এ সাহস করছ, তোমাদের জন্য আমার শুভকামনা। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শুভ ব্রত সাহা, বন্ধুর উপদেষ্টা আইন বিভাগের প্রভাষক মু. আবু বকর সিদ্দিক , বন্ধুর সাধারণ সম্পাদক শাহবাজ সানীসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। উল্লেখ্য, কু্বির রক্তদাতা সংগঠন ‘বন্ধু’ ২০১৫ সাল থেকে মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: