কুবিতে বুড়িচং-ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯

খোরশেদ আলম, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অন্যতম আঞ্চলিক সংগঠন বুড়িচং- ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশনের (বিবিএসএ) উদ্যোগে নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল (মঙ্গলবার) বিকেল ৩টায় প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি বিল্লাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, সিএসই বিভাগের প্রভাষক খলিল আহম্মেদ।

এছাড়াও কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ, বিবিএসএ’র উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. আল আমীন অর্ণব, আবু তৈয়ব অপি, রিয়াদ শাহরিয়ার রিয়াজসহ সংগঠনের প্রাক্তন ও বর্তমান নেতৃবৃন্দ, সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এস.এম সায়েম ও সানজিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিবৃন্দ মাদকাসক্তি নিরসন কর্মসূচি, রক্তদানের মতো বিভিন্ন সামাজিক কর্মকান্ডে বিবিএসএ কে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও তাঁরা বিবিএসএ’র উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

/আরএ

Comments