কোটচাঁদপুরে ২ দিন ব্যাপী ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৯ কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ“বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি” এই প্রতিপাদ্য নিয় ঝিনাইদহর কোটচাঁদপুর ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ ২ দিন ব্যাপী শুরু হয়ছ বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলার। মঙ্গলবার সকাল ১১টায় কোটচাঁদপুর উপজেলা প্রশাসন এর আয়োজন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী নাজনীন সুলতানার সভাপতিত্বে মেলার উদ্ধোধন করেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড: শফিকুল আজম খাঁন চঞ্চল। এসময় উপস্থিত ছিলেন, কোটচাঁপুর পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদ, পৌর আ.লীগর আহায়ক ফারজল হাসন মন্ডল, উপজলা আ.লীগর সাধারন সম্পাদক শাহাজান আলী, উপজলা স্বাঃ ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রশিদ আল মামুন, সাবক মুক্তিযাদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নওশর আলী নাসির, আব্দুল মতিন, মিজানুর খাঁন, উপজেলার বিভিন শিক্ষা প্রতিষ্ঠানর প্রধান শিক্ষক, উপজেলার বিভিন অফিসর কর্মকর্তাবদ সহ বিভিন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চলনা করন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরাজা সুলতানা। উদ্ধোধন অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া স্টলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ । Comments SHARES বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়: