হিরো আলমকে নিয়ে মোবাইল গেম

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯

সোশ্যাল মিডিয়া হটকেক হিরো আলমকে নিয়ে তৈরি হলো গেম। ‘হিরো আলম মলম’ নামের মোবাইল গেমটি অ্যাডভেঞ্চার পাজলের আদলে তৈরি। গুগল প্লে-স্টোরে সার্চ দিলেই মিলবে এটি।

অন্যান্য খেলার মতোই কতগুলো বিপজ্জনক ধাপ পেরিয়ে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে খেলোয়াড়কে। আর গেমের সবচেয়ে বুদ্ধিদীপ্ত চরিত্র হিরো আলম।

গেমটি খেলার জন্য বেশি ক্ষমতাসম্পন্ন অ্যান্ড্রয়েড মোবাইলের প্রয়োজন নেই। অ্যান্ড্রয়েড এর ৬৪-বিট এবং ৩-বিট উভয় অপারেটিং সিস্টেমেই চলবে।

কয়েক দিন আগে গেমটি প্লে-স্টোরে আপ করা হয়েছে। তবে এর রিভিউ বেশ নেতিবাচক। প্লে-স্টোরে বেশ কয়েকটি মন্তব্য পড়েছে। সেখানে নতুনত্ব নেই বলে অভিযোগ করেন অনেকে। রেটিংও কম।

অন্যদিকে শোনা যাচ্ছে, হিরো আলমের নাম ব্যবহার করলেও গেম তৈরিতে তার সঙ্গে আলাপ করা হয়নি।

সর্বশেষ নিজের প্রযোজিত সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন হিরো আলম। চলতি বছরের এপ্রিলে স্ত্রী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় কারাভোগ করতে হয় তাকে। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আলোচনার তুঙ্গে ছিলেন।

সব মিলিয়ে ভাইরাল হওয়ার উপলক্ষ বরাবরই হিরো আলমের পিছু পিছু হাঁটে।

Comments