ভৈরবে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি আজ

প্রকাশিত: ৮:৩১ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৯

আফসার হোসাইন তুর্জা: ভৈরব উপজেলা চত্বরে ২ দিনব্যাপী ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার আয়োজন করেছেন ভৈরব উপজেলা প্রশাসন । আজ মঙ্গলবার বিকাল ৪টায় সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে এ মেলার এ আয়োজন শেষ হবে।

সোমবার (১১ মার্চ ) বেলা ১১টায় উপজেলা চত্ত্বরে আয়োজিত এ মেলার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।

এই সময় তিনি বলেন, প্রযুক্তি বিজ্ঞান উন্নয়নের রুপ নিয়ে ডিজিটাল দেশ গঠনের বিশেষ ভূমিকায় শীর্ষ উন্নয়নে এগিয়ে চলছে, চলবে। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: আনিসুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহরিয়ার মেনজিস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন প্রমুখ। এছাড়া উপজেলার সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

মেলায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা বেশ ভিড় দেখা গেছে। বিজ্ঞান প্রযুক্তি অগ্রগতির প্রতি জোরালো ভূমিকা রেখে বিভিন্ন প্রযুক্তির চিত্ররেখা ১২টি স্টলে মাধ্যমে তুলে ধরেছেন ভৈরবের বিভিন্ন স্কুল ও কলেজের ক্ষুদে প্রযুক্তিবিদ শিক্ষার্থীরা।

এফএফ

Comments