৭ লাখ মানুষের প্রাণের আকুতি: কমলনগরে নদীরক্ষাবাঁধের বাস্তবায়ন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, জুন ২১, ২০১৯ ডেস্ক: বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১০টায় ‘কমলনগর উপজেলা ওলামা পরিষদে’র নেতৃত্বে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘নদীবাঁধ প্রকল্প’ বাস্তবায়নের দাবিতে হাজির হাট বাজারস্থ উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন সংগঠনসহ আপামর সাধারণ জনগণ। সভাপতিত্ব করেন- কমলনগর উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবুল কাশেম আমিনী। তিনি বলেন- বাপদাদার ভিটেমাটি হারিয়ে আমরা যখন নিঃস্ব-রিক্ত হয়ে পথের ভিখারী হচ্ছি, তখনো কি সরকার আমাদের প্রতি সদয় হবেন না? আমাদের অভিভাবকরা কি তখনো উপর মহলে কোনো চেষ্টা-তদবির করবেন না? চলমান সংসদে ২০১৯/২০ অর্থবছরের বাজেট উপস্থাপিত হয়েছে। তিনি আরও বলেন, নদীরক্ষাবাঁধ বাস্তবায়নের কোনো পদক্ষেপ কি এখনো নেয়া হবে না? আমরা আমাদের অধিকার আদায়ের আন্দোলনে নেমেছি। যতদিন আমরা কোনো স্পষ্ট ঘোষণা উপর মহল থেকে না পাবো, ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়েই যাবে, ইনশাআল্লাহ। উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন পরিষদের জয়েন্ট সেক্রেটারী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনের হাতপাখার প্রার্থী মুফতি শরিফুল ইসলাম। তিনি বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে উত্তাল মেঘনার ভাঙনে বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যেতে শুরু করেছে প্রাণের কমলনগর-রামগতি। বসতভিটা, কৃষিজমি, হাটবাজার, সরকারি-বেসরকারি স্থাপনাসহ সবকিছু তলিয়ে যাচ্ছে নদীর অতল গর্ভে। অথচ মনে হয় কারো কোনো বিন্দুমাত্রও আক্ষেপ নেই। আমরা সরকারকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, চলতি অর্থবছরেই যেন কমলনগরের বিপদসঙ্কুল এলাকায় বাঁধের কার্যক্রম চালু করা হয়। আমরা আশায় বুক বেঁধে আছি। আশা করি প্রধানমন্ত্রী আমাদের নিরাশ করবেন না। বক্তব্য রাখেন পরিষদের সহসভাপতি মাওলানা ওমর ফারুক, মাওলানা হুসাইন আহমদ মাওলানা মাহফুজুর রহমান,হাফেজ মাওলানা আব্দুর রহমান, মাওলানা শরিফুল ইসলাম বাসার। পরিশেষে বক্তব্য রাখেন পরিষদের সেক্রেটারী মাওলানা মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আমরা কোনো অজুহাত শুনতে চাই না। আমাদের একজন সংসদীয় অভিভাবক আছেন। আমরা তার কাছে জোর দাবি জানাচ্ছি, তিনি যেনো নদীরক্ষাবাঁধ প্রকল্প বাস্তাবয়নে নিজের সর্বোচ্চ চেষ্টাটুকুন ব্যয় করেন। কমলনগরের নদীভাঙা মানুষের আহাজারি তিনি আর কতো উপেক্ষা করবেন? উনি আমাদের কথা সংসদে বলুক, নেত্রীর কাছে বলুক। আশা করি, তিনি আমাদের আন্দোলনে একাত্বতা পোষণ করবেন। আরো বক্তব্য রাখেন, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আলাউদ্দীনসহ প্রমুখ নেতৃবৃন্দ। এমএম/ Comments SHARES সংগঠন বিষয়: নদীরক্ষাবাঁধের বাস্তবায়ন