কমলনগরে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৯ মুহাম্মদ নোমান ছিদ্দীকী,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগনকে অবহিত ও সম্পৃক্ত করণের লক্ষ্যে চলচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে উপজেলা স্পন্দন কক্ষে জেলা তথ্য অফিস এ আয়োজন করে। সভায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যােগ ব্র্যান্ডিং বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষ্যসমুহ (এসডিজি), ভিশন ২০২১ এর লক্ষ্য ও অর্জন সমুহ, তথ্য অধিকার আইন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, অটিজম, মানব পাচার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমতিয়াজ হোসেন। জেলা তথ্য কর্মকর্তা মো. সিরাজুল হক মল্লিকের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার, উপজেলা শিক্ষা অফিসার এটিএম এহসানুল হক চৌধুরী, কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার, এফ এম ওয়াজেদ তালুকদার, সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ, সমবায় কর্মকর্তা মো. হানিফ, মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস, সাংবাদিক সাজ্জাদুর রহমান ও আবদুল মজিদ প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। বিআইজে/ Comments SHARES বিনোদন বিষয়: চলচ্চিত্র প্রদর্শনী