কবি নজরুল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ইশা ছাত্র আন্দোলনের একাত্মতা প্রকাশ

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৯

একুশ ডেস্ক: ৬ দফা দাবিদে কবি নজরুল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে ইসলামী শাসনতন্ত্রী ছাত্র আন্দোলন।

ইশা ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, সহ-সভাপতি এম. হাছিবুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ এক যৌথ বিবৃতিতে বলেন, ইংরেজ শাসনামল থেকে শিক্ষার আলো ছড়ানোর প্রাচীনতম এই শিক্ষা প্রতিষ্ঠানে নেই পর্যাপ্ত শিক্ষক ও ক্লাসরুম, নেই যানবাহন ও আবাসন ব্যবস্থা।

এ সমস্ত অব্যবস্থাপনা ও সমস্যা দূরীকরণে শিক্ষার্থীরা ৬ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে। শান্তিকামী সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধ্বকারী সংগঠন হিসেবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করছে।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের প্রাচীনতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারী কবি নজরুল কলেজ। এটি ছিলো পূর্ববাংলার মুসলমানদের জন্য প্রথম সরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে শিক্ষার্থী যৌক্তিক দাবি অবহেলিত হতে পারে না।

৬ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে নেতৃবৃন্দ অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উক্ত দাবীসমূহ মেনে নেয়ার আহ্বা জানান।

নেতৃবৃন্দ আরো বলেন, বিদ্যমান এই সংকট আমাদের উচ্চ শিক্ষার পথকে রুদ্ধ করছে। অনতিবিলম্বে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরী এবং আবাসন সংকটসহ অন্যান্য সকল সংকট দূর করার জোর দাবী জানান তারা।

/আরএ

Comments