খাগড়াছড়িতে ১৩০ পরিবারকে সওজের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯

মো: লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে “সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা” এই প্রতিপাদ্যটি ধারণ করে শীতার্থদের পাশে দাড়িয়েছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ।

গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ছোটগাছবান এলাকায় ১৩০টি গরিব অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

প্রধান প্রকৌশলী শোয়েব আহমেদ বলেছেন, এই জেলায় বর্তমান সরকার উন্নয়নের লক্ষ্যে প্রচুর অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। এখানে রাস্তা কালভার্ট নির্মণের ক্ষেত্রে খাগড়াছড়ি সড়ক বিভাগ এগিয়ে রয়েছেন।

উক্ত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শোয়েব আহমেদ। এতে খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল, উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা, সহকারী প্রকৌশলী মো: সাহাব উদ্দিন, খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ও সওজ এর কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

শীতার্থদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে অনুষ্ঠানে খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, পার্বত্য অঞ্চলে সড়ক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পাহাড়ের অসহায় অবহেলিতদের কথা মাথায় রেখে তাদের সাহায্যে এগিয়ে আসতে পেরে তাদের কষ্ট কিছুটা হলেও লাগব হবে বলে মনে করছি। সে সাথে শীতে দুস্থ মানুষের কল্যানে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানিয়ে দরিদ্র মানুষের পাশে দাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

/সিএইচ

Comments