যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যবিপ্রবিতে অচলাবস্থার নিরসন হয়নি, ২৭ জানুয়ারি কঠোর আন্দোলনের হুমকি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৯ বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি: দুই সপ্তাহ পার হয়ে গেলেও এখনো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অচলাবস্থার নিরসন হয়নি । শিক্ষকদের উপর হামলাকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেয়া কারণে তারা এখনো পাঠদানে ফিরে যাননি। এতে করে সেশন জটের আশংকায় রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে, সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করে শিক্ষরা নতুন করে আল্টিমেটাম দিয়েছেন। শিক্ষক সমিতির নেতারা বলেছেন ২৭ জানুয়ারির মধ্যে হামলাকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। এছাড়া মানববন্ধনে মুঠোফোনে শিক্ষককে হুমকি, উপাচার্যসহ দুই শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার করারও প্রতিবাদ জানানো হয়। দুপুর ১২ টায় ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ইকবাল কবির জাহিদ, সাধারণ সম্পাদক ড.নাজমুল হাসান, প্রমুখ। বক্তারা বলেন, ১২ জানুয়ারি শিক্ষকদের মানববন্ধন কর্মসূচিতে হামলার ঘটনায় যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়েছিলো। কিন্তু পুলিশ আজ অবধি হামলাকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। যা অত্যন্ত দুঃখজনক। তারা বলেন, শিক্ষার্থীদেরকে ক্লাস-পরীক্ষার বাইরে রেখে আমরা ভালো নেই। কিন্তু দোষীদের বিচার না হওযা পর্যন্ত শিক্ষকরা ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত রাখবে। আগামী ২৭ জানুয়ারির মধ্যে হামলাকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে শিক্ষকরা রাজপথে নামতে বাঁধ্য হবেন বলেও হুশিয়ারি উচ্চারণ করেন শিক্ষক নেতারা। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অস্থিশীল পরিস্থিতির সার্বিক বিষয়ে আগামী ২৪ জানুয়ারি সকল জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে অবহিতপত্র দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই অচলাবস্থা নিরসনে তাদের কাছে বিভিন্ন দিকনির্দেশনা চাওয়া হবে। উল্লেখ্য, ১২ জানুয়ারি শিক্ষকদের মানববন্ধন কর্মসূচিতে হামলা ও ভাংচুরের সাথে জড়িত শিক্ষার্থীদের বহিস্কার করার দাবিতে শিক্ষকরা ক্লাস পরীক্ষা বর্জন করে। এছাড়া জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী মেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগে ছাত্রলীগ নেতার করা মামলার প্রতিবাদে আন্দোলনের ডাক দেয় শিক্ষকরা। শিক্ষকদের অভিযোগ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে মিথ্যা মামলা করা হয়েছে। প্রসঙ্গ, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল ১৪ জানুয়ারি বাদি হয়ে যশোর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপাচার্য ড.আনোয়ার হোসেন ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড.ইকবাল কবির জাহিদ ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের বিরুদ্ধে ৫শ’ কোটি ও দশ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে দু’টি মামলা করেন। এরপর থেকে শিক্ষকরা ক্ষুব্দ হয়ে তাদের সকল কার্যক্রম বন্ধ রেখেছেন। /এসএস Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: