যবিপ্রবি ভিসিসহ দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯ বিল্লাল হোসেন, যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মানহানির দুটি মামলা করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। সোমবার বেলা ১২টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা এ দুটি মামলায় যথাক্রমে ৫০০ কোটি ও দশ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আদালত মামলা দুটির বিষয়ে এখনো কোনো আদেশ দেননি। একটি মামলায় বিবাদী করা হয়েছে উপাচার্য ড. আনোয়ার হোসেন ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ইকবাল কবির জাহিদকে। অপর মামলায় বিবাদী করা হয়েছে ড. ইকবাল কবির জাহিদ ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নাজমুল হাসানকে। প্রথম মামলায় অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত দুইজন বিশ্ববিদ্যালয়ের ২০১৮ ও ২০১৯ সালের ক্যালেন্ডার মুদ্রণের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। বিলি করা ওই ক্যালেন্ডারে ইচ্ছাকৃতভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ফুটো করে স্পাইরাল বাইন্ডিং করেছেন এবং বঙ্গবন্ধুর ছবি জলছাপ দিয়ে বিকৃত করা হয়েছে। এছাড়া ২০১৯ সালের ক্যালেন্ডারে জাতির জনকের শাহাদত বার্ষিকীর তারিখ দিয়ে ৩শ’তম বার্ষিকী ছাপা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী মনে করছেন এ ঘটনায় জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ৫০০ কোটি টাকার মানহানি করা হয়েছে। অপর মামলায় আনোয়ার হোসেন বিপুল অভিযোগ করেছেন, গত ৮ জানুয়ারি বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ইকবাল কবির জাহিদ ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার একটি প্রতিকৃতি পুড়িয়ে ফেলেন। এ বিষয়ে তিনি (বিপুল) তার কাছে মোবাইল ফোনে জানতে চাইলে ছাত্রলীগ নিয়ে বিভিন্ন কটূক্তিমূলক কথা বলেন এবং তার নামে থানায় একটি মিথ্যা অভিযোগের জিডি করেন এবং পত্র-পত্রিকায় আপত্তিকর বক্তব্য দেন। এর মাধ্যমে বিবাদীরা তার দশ কোটি টাকার মানহানি ঘটিয়েছেন। এদিকে মামলা দুটির আইনজীবী শাহিনুর রহমান জানান, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজ দুপুর ১২টায় এ মামলা দায়ের করা হয়। তবে আদালত মামলা দুটির বিষয়ে এখনো কোনো আদেশ দেননি। মামলার পর দুপুর একটায় আনোয়ার হোসেন বিপুল প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আনোয়ার হোসেন ও শিক্ষক ড. ইকবাল কবির জাহিদের বিরুদ্ধে ‘নিয়োগ সংক্রান্ত অনিয়ম’ এবং উল্লিখিত অভিযোগসমূহ উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। /সিএইচ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: