যবিপ্রবিতে শিক্ষকদের ক্লাস বর্জন অব্যাহত, নবীন বরণ স্থগিত

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯

বিল্লাল হোসেন, যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকবাল কবীর জাহিদকে হুমকির প্রতিবাদে শিক্ষকদের ক্লাস বর্জন অব্যাহত রয়েছে।

অনিদিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণার অংশ হিসেবে রোববারও শিক্ষকরা ক্লাসে যাননি। এদিকে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করায় ১৪ জানাুয়ারি ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।

বিষয়িটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক হায়াতুজ্জামান মুকুল। তিনি জানিয়েছেন, পরবর্তী নোটিশের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠানের নতুন তারিখ জানিয়ে দেয়া হবে।

যবিপ্রবি শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ছাত্রলীগের এক সাবেক নেতা মোবাইল ফোনে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও শিক্ষক পরিষদের সভাপতি ইকবাল কবীর জাহিদকে অকথ্য ভাষা গালিগালাজ করেন।

শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ইকবাল কবীর জাহিদকে হুমকিদাতার বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছি, শিক্ষকরা ক্লাসে যাবে না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, প্রতি বছর শিক্ষার্থী ভর্তির পরই বিশ্ববিদ্যালয় অশান্ত করা হয়। এবারও করা হয়েছে। বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক রাখতে আমরা সচেষ্ট রয়েছি। বিষয়টি নিয়ে শিক্ষকদের সাথে কথা হচ্ছে। আশা করি তারা দ্রুত ক্লাসে ফিরে যাবে।

/সিএইচ

Comments