বহিরাগত গাড়ির ধাক্কায় জাবির ৩ শিক্ষার্থী আহত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত দর্শানার্থীর গাড়ির ধাক্কায় তিন শিক্ষার্থী আহত হয়েছে। আহতরা হলেন, মো. আব্দুর রহমান, মারুফ হাসান, ও সুজন মাহমুদ। তারা সকলেই বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শুক্রবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন সড়কে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা পাঁচ আরোহীসহ একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মোটর বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা সুজন মাহমুদসহ কয়েকজনকে শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এ ঘটানায় সুজনসহ তিনজন আহত হয়। এদের মধ্যে সুজন মাহমুদ গুরুতর যখমের শিকার হয়েছেন। পরে সেখানে উপস্থিত শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাদের দ্রুত সাভারের একটি বেসরকারী হাসপাতালে পাঠিয়ে দেন। অপরদিকে নিরাপত্তা শাখার কর্মকর্তারা ব্যাক্তিগত গাড়িটি ও তার আরোহীদেরকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে নিয়ে আসেন। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা সুত্রে জানা যায়, শুক্রবার রেন্ট (ধার) করা গাড়ি নিয়ে তিন বন্ধু, চালক ও একটি শিশুসহ বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসেন পাঁচ আরোহী। ধাক্কা দেওয়ার সময় চালকের আসনে ছিলেন ড্রাইভিং লাইসেন্স বিহীন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর রহমান জিতু। এসময় গাড়ির চালক পাশের সিটে বসে ছিলেন। এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফিরোজ উল হাসান বলেন, তাদের কাছে থেকে মুচলেকা ও উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করা হবে। তারপর তাদেরকে স্ব-স্ব অভিবাকের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া ভবিষতে তারা যাতে গাড়ি নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা করা হবে। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: