র্যাগিং বিরোধী র্যালী: অত্যাচার নয় স্নেহ ও ভালবাসায় গড়ে উঠুক সম্পর্ক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯ জাবি প্রতিনিধি: অত্যাচার বা নিপীড়ন নয় ভালবাসা ও স্নেহের মধ্যে শিক্ষার্থীদের মাঝে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম। রবিবার বেলা ১১ টায় পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে শুরু হওয়া র্যাগিং বিরোধী র্যালীর শুরুতে এ মন্তব্য করেন তিনি। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মী সহ অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান। র্যালিতে অন্যান্যদের মধ্যে উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর। প্রতিমন্ত্রী জানান, সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন র্যাগিং এর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। এ ব্যাপারে সকলের সচেতন ভূমিকা পালন করা উচিত বলে মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, ভয়-ভীতি বা শাসন দিয়ে কোন কিছু জয় করা যায় না। বিবেক দিয়ে যে কোন কাজ করা উচিত। যেকোন ধরনের মানসিক বা শারিরীক নিপীড়নের শিকার হলে শিক্ষার্থীদের প্রশাসনের সাথে যোগাযোগ করার বিষয়টি অবহিত করে অন্যান্য বিষয়ে দিক-নির্দেশনা দেন উপাচার্য। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্ত্বরে এসে র্যালীটির সমাপ্তি ঘোষণা করেন উপাচার্য ড. ফারজানা ইসলাম। প্রসঙ্গত, আগামীকাল সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশ থেকে একই বিষয়ে র্যালি অনুষ্ঠিত হবে। এ র্যালিতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক এম শাহ্ নওয়াজ আলী। /সিএইচ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: