শিক্ষার্থীর মৃত্যুতে জাবিতে হয়নি বৈশাখী উৎসব

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৯

আল আমীন, জাবি প্রতিনিধি: এক ছাত্রের হার্ট অ্যাটাক ও শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যুর ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব ধরনের বৈশাখী উৎসব স্থগিত করা হয়েছে। হয়নি মঙ্গল শোভাযাত্রাও।

রবিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে স্থগিতের এ ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

শনিবার সন্ধ্যা ৭ টায় নুরুজ্জামান নিভৃত (ইংরেজি, ৪৫ ব্যাচ) নামে এক শিক্ষার্থী শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আসলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পরে তার অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে সাভারের এনাম মেডিকেলে রেফার করেন বলে জানান সংশ্লিষ্ট ডাক্তার। পরবর্তীতে রাত ১০ টায় অ্যাম্বুলেন্স যোগে এনাম মেডিকেলে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে উক্ত ঘটনার কারণে বাংলা নববর্ষ উপলক্ষে ১লা ও ২রা বৈশাখ বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নেওয়া মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সকল ধরনের উৎসব স্থগিত ঘোষণা করা হয়েছে।

যার ফলে দেখা যায়, বিভিন্ন অনুষদ ও বিভাগ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে আসলেও তাদেরকে ফিরে যেতে বলা হয়। অবশ্য এর আগে কলা ও মানবিকী অনুষদ কর্তৃক নেওয়া সকল ধরনের কর্মসূচি গত রাতেই স্থগিত করা হয়।

/আরএ

Comments