জেএসসিতে পাসের হার ৮৫.২৮ শতাংশ; জেডিসিতে ৮৯.০৪ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮ একুশ নিউজ: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার সম্মিলিত পাসের ৮৫ দশমিক ৮৩ শতাংশ। এরমধ্যে আট বোর্ডের অধীনে জেএসসিতে পাসের হার ৮৫ দশমিক ২৮ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে পাসের হার ৮৯ দশমিক ০৪ শতাংশ। অন্যদিকে মোট জিপিএ ফাইভ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন শিক্ষার্থী। আজ সোমবার সকাল ১০টার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের এই সারসংক্ষেপ তুলে ধরেন। উল্লেখ্য, গত ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত জেএসসি-জেডিসিতে ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলো। পিএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৯৩ জন! আজ প্রাথমিক ও জুনিয়র পরীক্ষার ফল প্রকাশ; যেভাবে জানা যাবে /এসএস Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: