নিরাপদ সড়কের দাবিতে রায়সাহেব বাজার মোড়ে জবি শিক্ষার্থীদের রাস্তা অবরোধ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০১৯ নিরব ইমরান: নিরাপদ সড়কের দাবিতে রায়সাহেব বাজার মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। গত ১৯ মার্চ মঙ্গলবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর বাস চাপায় মৃত্যু পর পূর্ব ঘোষিত কর্ম সূচি অনুযায়ী রাস্তা অবরোধ করে জবি শিক্ষার্থীরা। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অবরোধ অংশ নেয়। অবরোধে শিক্ষার্থীরা প্লেকার্ড হতে নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিতে থাকে। এসময় শিক্ষার্থীরা ‘we want Justice’ ‘সড়ক সড়ক সড়ক চাই, নিরাপদ সড়ক চাই’ ‘আমার ভাই মরলো কেনো প্রশাসনের জবাব চাই’ স্লোগানে কম্পিত হয় পুরান ঢাকা। তবে রাস্তা অবরোধ করা হলেও এ্যাম্বুলেন্সসহ সব ধরণের গুরুত্বপূর্ণ যানবাহনকে চলাচলের জন্য রাস্তা করে দিচ্ছে শিক্ষার্থীরা। এর আগে রাস্তা অবরোধের পূর্ব জবি শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে মানব বন্ধন ও জবি ক্যাম্পাসে মিছিল করে।এসময় পুলিশের বাধা উপেক্ষা করে রায়সাহেব বাজারে অবস্থান নেয়। এতে করে পুরান ঢাকার সব গুরুত্বপূর্ণ স্থানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এফএফ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: