মহানবী সা. কে অবমাননার দায়ে জবি ‘ফাহাদ’ শিক্ষার্থী দুই দিনের রিমান্ডে

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৯

জবি প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেফতার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফরহাদ হোসাইন ফাহাদকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক রুবেল খান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোতোয়ালি থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

ফেসবুকে অপমানজনক পোস্ট ও মন্তব্য প্রকাশ করার জন্য গত ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নূর-ই-আলম ফরহাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করে পুলিশ। ফরহাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৩তম ব্যাচের ছাত্র। ক্যাম্পাস পরিচয়পত্র নম্বর (বি ১৭০১০১০৩৬)।

গত ৩ এপ্রিল সময় টেলিভিশনের অনলাইনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করলে ব্রুনাইতে মৃত্যুদণ্ড-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। এই নিউজে জবি শিক্ষার্থী ফরহাদ কমেন্ট করেন। এতে তিনি বলেন, ‘মহানবী যে অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তি করেছিল এবং অনুভূতিতে আঘাত দিয়েছিল সেটার বিচার কে করবে?’

এ ছাড়া গত ১৮ মার্চ ইসলাম ধর্ম এবং ফেরেশতাদের ব্যঙ্গ করে একটি পোস্ট দেন ফাহাদ। তার ওই পোস্টে বিভিন্ন আইডি থেকে কমেন্ট আসলে তাদের সঙ্গে তিনি অসৌজন্যমূলক কথাবার্তা বলেন। তাছাড়াও বিভিন্ন সময়ে তিনি ধর্ম নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দিতেন।

এরই পরিপ্রেক্ষিতে ফাহাদের ‘ফাঁসির’দাবিতে কয়েক দিন ধরে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে আসছিলেন তাবলীগ জামাত ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনসহ জবির সাধারণ ছাত্ররা।

তবে গ্রেফতার হওয়া ফাহাদ সম্প্রতি নিজেকে নির্দোশ দাবি করে ফেসবুকে পোস্ট করে। নিজেকে সে কওমি মাদরাসার ছাত্র এবং পবিত্র কোরাআনে হাফেজ দাবি করে বলে তার নামে ফেক আইডি খুলে কেউ এরকম কমেন্ট করছে। এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও সে দাবি করে গত ৫ এপ্রিলে টাইমলাইনে করা এক পোস্টে। সে নিজেকে ছাত্রলীগ কর্মী বলেও দাবি করে।

তবে ফেসবুকে নিজেকে নির্দোষ দাবি করলেও তার টাইমলাইনে এখনো মুসলমানদের উদ্দেশ্যমূলক ব্যঙ্গ করা অশ্লীল ভিডিও দেখা গেছে; যা সে শেয়ার করেছে। এছাড়াও কওমি মাদরাসা বিরুধী স্টাটাসও রয়েছে তার টাইমলাইনে।

/আরএ

Comments