জবি’র কিশোরগঞ্জ ছাত্রকল্যাণের সভাপতি রাজীব, সম্পাদক রিয়াদ

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৯

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

মনোবিজ্ঞান বিভাগের ১০ ব্যাচের শিক্ষার্থী তৌকির মাহমুদ রাজীবকে ভারপ্রাপ্ত সভাপতি ও ফিন্যান্স বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী রিয়াদ খান’কে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করেন উপদেষ্টা মন্ডলীরা।

নবনির্বাচিতক কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রিয়াদ খান বলেন, কমিটিতে এক্টিভিটিজ এর উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল কর্মীদের সুযোগ দেয়া হয়েছে। সামনের যে কোন পরিস্থিতিতে আমরা একসাথে সবার কল্যাণে কাজ করে যাব।

এদিকে সংগঠন পূর্ণাঙ্গ করায় উচ্ছ্বসিত নতুন সদস্যরা। তাদের দাবী এ সংগঠনের কাজ শুধু ক্যাম্পাস কেন্দ্রিক না রেখে, কিশোরগঞ্জের আপামর মানুষদের যেকোনো বিপদে আপদেও যেনো পাশে দাঁড়ানো হয়। নবনির্বাচিত যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল্লাহ বিজয় বলেন, আমাদের এই পূর্ণাঙ্গ কমিটি বহুল আকাঙ্খিত ও প্রত্যাশিত কমিটি।

কিশোরগঞ্জ জেলার ছাত্রদের জন্য সবসময় কাজ করে যাব। সকলের আন্তরিকতা ও সহযোগিতা দরকার। কমিটির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক হাসিব পিয়াস বলেন, ছাত্রকল্যাণ’কে যেনো কেও যেনো নিজের কল্যাণে ব্যবহার না করে সে বিষয়ে সবাইকে সজাগ রাখাই হবে আমার প্রধান কাজ।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন, ফারজানা আশরাফী (সহ-সভাপতি), রাতুল শাহরিয়ার খান (যুগ্ম সাধারন সম্পাদক), নাহিদুল ইসলাম রবিন (যুগ্ন সাধারণ সম্পাদক), ফয়সাল আরেফিন (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক) প্রমূখ।

Comments