টিউশনির টাকায় বঙ্গবন্ধুর জন্মদিনে দুস্থদের মাঝে খাবার বিতরণ

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৯

জবি প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ রবিবার বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তার পরিবারের মাগফেরাত কামনা করে দোয়া করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সালাহ উদ্দীন। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় নিজের জমানো টিউশনির টাকা দিয়ে অসহায়, দুস্থ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে জবি ছাত্রলীগের সাবেক উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈকতুর রহমান।

জবি ছাত্রলীগের সাবেক উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈকতুর রহমান বলেন বঙ্গবন্ধুর মতো ব্যক্তিরা সব সময় জন্ম নেয় না। শত বছর বা হাজার বছরে একজন বঙ্গবন্ধু জন্ম নেয়। বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই জাতির জনকের জন্ম দিনে নিজের জমানো টিউশনির টাকা দিয়ে অসহায় দুস্থ মানুষের মাঝে একবেলা খাবার তুলে দিতে পেরে খুব ভালো লাগছে। প্রত্যেক স্বচ্ছল ব্যক্তির যদি দ্ররিদ্র অসহায় এসব মানুষের পাশে দাড়াত তাদের মুখে একবেলা খাবার তুলে দিতো তাহলে অসহায় এসব মানুষকে না খেয়ে থাকতে হতো না।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আজ বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন নানা আয়োজনে সারা দেশ ব্যপি পালিত হয়েছে।

/আইকে

Comments