জবিতে সায়েন্স ফিকশন উৎসব

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৯

জবি প্রতিনিধি: বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে সায়েন্স ফিকশন মেধাবৃত্তি ও কুইজ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মডারেটর অধ্যাপক ড. দীপিকা রাণী সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. কাজী সাইফুদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. পেয়ার আহম্মেদ ও বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির কেন্দ্রীয় সভাপতি এস এম মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বিশিষ্ট কথাসাহিত্যিক ও মনোশিক্ষাবিদ অধ্যাপক ড. মোহিত কামাল উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments