জবিতে ‘নটরডেমিয়ান সোসাইটির’ মিলনমেলা ও পারিবেশ বান্ধব কর্মসূচি

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৯

নাফিজ আলম চয়ন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নটর ডেম কলেজ থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে ‘নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ বিশাল এক মিলনমেলার আয়োজন করেছে । আরো ছিলো ক্যাম্পাস পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কর্মসূচি।

আজ সোমবার দুপুরে ক্যাম্পাসের প্রশাসনিক ভবন থেকে র‍্যালি শুরু হয় এবং পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

চলো রাখি জবি পরিচ্ছন্ন‘ শিরোনামে এবং ‘জবিস্থ নটরডেমিয়ানরা আওয়াজ তুলুন, মহৎ কাজে নিজেকে শামিল করুন‘ এই স্লোগানকে সামনে রেখে ক্যাম্পাস পরিচ্ছন্ন এবং বৃক্ষরোপণ কর্মসূচি করে তারা।

ক্যাম্পাসে সারাদিনব্যাপী ছিলো জবিস্থ নটরডেমিয়ানদের আনাগোনা। ৫ম ব্যাচ থেকে সর্বশেষ ১৪ ব্যাচ পর্যন্ত প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ব্যাক্ত করেছেন তাদের বিশ্ববিদ্যালয় জীবনের অনুভুতি।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন.আই. আহমেদ সৈকত। তিনি এই সংগঠনকে এগিয়ে নিতে বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

আরো উপস্থিত ছিলেন ৫ম ব্যাচের মামুন ভূঁইয়া। তিনি বলেন, নটরডেমিয়ানরা যেখানেই থাকে যে অবস্থানে থাকে সবাইকে নেতৃত্ব দেয়ার ক্ষমতা তাদের আছে। যে কোনো সমস্যায় নটরডেমিয়ানরাই সবার আগে এগিয়ে আসে। জবিতে নটর ডেমিয়ানদের মিলনমেলায় এসে খুব ভালো লাগছে। আশা করি এ পথচলা সামনে আরো এগিয়ে যাবে।

Comments