জবি নীলদলের একাংশের কমিটি ঘোষণা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৯ জবি সংবাদদাতা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের একাংশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোবিজ্ঞান বিভাগের অধাপক ড. কাজী সাইফুদ্দীন সভাপতি ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড.সিদ্ধার্থ ভৌমিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এ.কে.এম লুৎফর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন, অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, অধ্যাপক ড. লীমা হক, মোহাম্মদ মনিরুজ্জামান খান, ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম, মোঃ তানভীর আহসান, ড. মুর্শিদা বিনতে রহমান, তপন কুমার পালিত, মোঃ আমিনুল ইসলাম। এসময় নীলদলের এই অংশের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আহ্বান করেছি। কেউ কারও সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে না চাওয়ায় নিজেদের মধ্যে মিউচুয়ালী কমিটি করা হয়েছে। গত জাতীয় নির্বাচন আওয়ামীলীগের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় আমরা এবার নতুন কমিটি ঘোষণায় বিলম্ব করে নির্বাচনের পর কমিটি দিচ্ছি। এবিষয়ে নীল দলের অপরাংশের সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সাথে যোগাযোগ করা হলে বলেন, আমাদের নীলদলের কমিটি আগে করা। যারা মুক্তিযুদ্ধের চিন্তা চেতনায় বিশ্বাসী সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আছি। জামায়াত-বিএনপির লোকজন নিয়ে নতুন নীলদলের কমিটি করা হয়েছে। তারা ভোটের আহ্বান করেছিলো কিন্তু শিক্ষকদের সাড়া পায়নি। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: