জবি ক্যাম্পাসে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ দায়ের

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে মারধর ও ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছেন।

মঙ্গলবার (২২ জানুয়ারী) বিকেলে প্রক্টর অফিসে অভিযোগ দায়ের করেন ওই শিক্ষার্থী ।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম শিক্ষার্থী তানভীর চৌধুরী শাকিল মার্কেটিং বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী ।

জানা যায়, ১৭ জানুয়ারি আনুমানিক রাত ১০টার দিকে ক্যাম্পাসের ফটকে বাসার ‘টু-লেট’ লাগাতে গেলে আবু সাঈদ নামের এক শিক্ষার্থীকে মারধরে শিকার হন । এই ঘটনার খবর একটি অনলাইন পোর্টালের নিউজ প্রকাশিত হয় । এ খবর নিজের ফেসবুক আইডির মাধ্যমে শেয়ার দিয়ে শাকিল বলেন এর আগের ঘটনাও তারা ঘটিয়েছে বলে দাবি করেন ।

এই ঘটনার জের ধরে গত ১৯ জানুয়ারি শাকিলকে ৩টি মোটরসাইকেলে তুলে নিয়ে এসে ক্যাম্পাসে মারধর করে। মারধরের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে কোতয়ালী থানার পুলিশ কর্মকর্তা মইনুল ইসলাম তাকে সুমনা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তাকে মিডফোর্ট হসপিটালে নিয়ে যাওয়া হয়।

অবস্থা আরো আশংকাজনক হলে তাকে বিশ্ববিদ্যালয়ের এম্বুল্যান্সে করে ঢাকা মেডিকেলে কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ সুত্রে জানা যায় বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের ফিন্যান্স বিভাগের কৌশিক তূর্য, ম্যানেজমেন্ট বিভাগের আল সাদিত জিয়ন, এবং ১২ তম ব্যাচের প্রাণিবিদ্যা বিভাগের মজুমদার, ভূ-গোল বিভাগের নিয়াজ হৃদয় এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাহিন খান তকে মারধর করে তার মানিব্যাগে থাকা টাকা নিয়ে যায়।

এ বিষয়ে প্রক্টর নূর মোহাম্মাদ বলেন, ক্যাম্পাসে ছিনতাইয়ের ঘটনায় দুই পক্ষ অভিযোগ দায়ের করেছে । আমরা এই ঘটনার তদন্ত করছি । তদন্ত শেষে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হবে।

/সিএইচ

Comments