জবি এমসিজে প্রিমিয়ার ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন ‘এমসিজে ডেয়ারডেভিলস্ ১৩’

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৯

আতিক সিয়াম, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে আন্তঃব্যাচ ‘প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০১৯’ এর সিজন-২ এ প্রথম বর্ষের ‘এমসিজে ফ্রেন্ডস্ স্পোটিং ক্লাব ১৪’ এর বিপক্ষে ৩৯ রানে হা‌রি‌য়ে চ্যাম্পিয়ন হয়েছে দ্বিতীয় বর্ষের ‘এমসিজে ডেয়ারডেভিলস্ ১৩’ দল।

রবিবার (২১এ‌প্রিল) বি‌কে‌লে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা) ফাইনাল খেলায় বিভাগের এমসিজে ক্লাবের ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে এবারের খেলা‌টি অনু‌ষ্ঠিত হয়।

খেলার মা‌ঠে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো ব্রে‌কিং‌নিউ‌জ, দৈনিক আমাদের সময়, দেশ রুপান্তর ও বার্তা২৪ এর সাংবা‌দিক বৃন্দ।

খেলার শুরুতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ‘এমসিজে ফ্রেন্ডস্ স্পোটিং ক্লাব ১৪’ দলের অধিনায়ক বেলাল হোসেন। ব্যাটিং এ নেমে ‘এমসিজে ডেয়ারডেভিলস্ ১৩’দল নির্ধারিত ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ করে ১০১ রান। ১০২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৭ ওভার ৩ বলে ৬২রান করতে সমর্থ হয় ‘এমসিজে ফ্রেন্ডস্ স্পোটিং ক্লাব ১৪’।

লীগে সর্বোচ্চ ১০৭ রান সংগ্রহ করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে ‘এমসিজে ডেয়ারডেভিলস্ ১৩’ এর অধিনায়ক সাজেদুল ইসলাম। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছে ‘এমসিজে ডেয়ারডেভিলস্ ১৩’ এর মাহমুদুল হাসান। সিজন-২ এর সেরা উদীয়মান খেলোয়াড় ‘এমসিজে ফ্রেন্ডস্ স্পোটিং ক্লাব ১৪’ দলের বেলাল হোসেন ও আবু সালেহ আতিফ। সেরা ম্যাচ পরিচালনাকারী চতুর্থ বর্ষের কাওসার আহমেদ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের মাঝে পুরষ্কার তুলে দেন বিভাগের সহকারী অধ্যাপক রাইসুল ইসলাম।

/আরএ

Comments