জবি ক্যাম্পাসে ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ দায়ের নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯ জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছে এক শিক্ষার্থী। জানা গেছে, গত ১৭ জানুয়ারি রাত ৯ টার দিকে ক্যাম্পাসের মুল ফটকের সামনে ওই শিক্ষার্থীর সাথে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই ও মারধরের শিকার আবু সাঈদ জবি নৃবিজ্ঞান বিভাগ ১০ম ব্যাচের শিক্ষার্থী। অভিযোগে তিনি বলেন, ১৭ জানুয়ারি আনুমানিক রাত ১০টার দিকে ক্যাম্পাসের ফটকে বাসার ‘টু-লেট’ লাগাতে গেলে ফিন্যান্স ১১তম ব্যাচের তৌশিক তূর্য সহ আরো দুই যুবক তাদের ঘিরে ধরে। এসময় তারা বাসা ভাড়া নিতে চায় বলে জানায়। এ সময় আবু সাঈদ বাসা ভাড়ার ক্ষেত্রে ১৩ ও ১৪ ব্যাচের শিক্ষার্থী খুঁজছে বললে, তূর্য ও তার সাথে থাকা দুজন আবু সাঈদকে মারতে মারতে নতুন ভবনের ব্যাজমেন্ট এর দিকে নিয়ে যেতে থাকে এবং তার সাথে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিঁনিয়ে নেয়। একসময় ক্যাম্পাসের গেইটে অবস্থানরত পুলিশদের সামনেও তাকে কিল-ঘুষি দিতে থাকে। এতে আবু সাঈদের মুখ ও ঠোট ফেটে যায়। পরবর্তীতে প্রহরীদের সহযোগিতায় আবু সাঈদ ঘটনাস্থল থেকে পালিয়ে নিজেকে রক্ষা করে। বিষয়টি নিয়ে জবি সহকারী প্রক্টর মোস্তফা কামাল বলেন, একটি অভিযোগ এসেছে। আগামীকাল বিষয়টা নিয়ে উপাচার্য মহোদয়ের সাথে আলোচনা করে আমরা প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। /সিএইচ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: