জবির বাসে শ্রমিকদের হামলায় ১০ শিক্ষার্থী আহত

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯

চয়ন, জবি প্রতিনিধি: নারায়ণগঞ্জের রুপগঞ্জে উল্টোপথে শ্রমিকবাহী বাস চলতে নিষেধ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘নোঙর’ বাস ভাঙচুর করেছে জাপান-বাংলাদেশ টেক্সটাইলের শ্রমিকরা। এতে বাসে থাকা শিক্ষার্থীদের উপর শ্রমিকদের হামলায় প্রায় ১০ জন শিক্ষার্থী ও একজন শ্রমিক আহত হয়।

গতকাল বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেলে জবির নারায়ণগঞ্জগামী ‘নোঙর’ বাসটি রুপগঞ্জ পৌঁছালে এই হামলার শিকার হন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জবির শিক্ষার্থী পরিবাহী নারায়ণগঞ্জগামী বাসটি রূপগঞ্জ এলাকায় যানজটে আটকা পড়ে। বিশ্ববিদ্যালয়ের বাসটি আটকা থাকলেও জাপান বাংলাদেশ-টেক্সটাইল গার্মেন্টসের কর্মী বাহী বাস উল্টো পথে যাত্রা শুরু করে। এতে বেশ কিছু জবি শিক্ষার্থী বাস থেকে নেমে প্রতিবাদ জানান এবং একপর্যায়ে বিবাদে জড়িয়ে পড়ে। এসময় জবির বাসে কর্মরত রিয়াজ নামের এক স্টাফকে গার্মেন্টস ফ্যাক্টরির ভেতরে নিয়ে আটকে রাখে শ্রমিকরা।

বিষয়টি নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে শ্রমিকরা তাদের আরো সহকর্মী নিয়ে ছাত্রদের উপর হামলা চালায়। এসময় বাসের বাইরে থাকা ছাত্রদের সাথে এক প্রকার সংঘর্ষ বেধে যায়। বাসে থাকা মেয়ে শিক্ষার্থীদের উপরেও হামলা চালায় শ্রমিকরা।

বাসটিতে ভাঙচুরও করে শ্রমিকরা। এক ছাত্রীর চোখে কাঁচ ঢুকে যায় বলে জানা গেছে।
আহতদের রুপগঞ্জের আশেপাশে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এতে জবি শিক্ষার্থী প্রান্ত, রাহাদ, উজ্জ্বল, শান্ত, সৌরভ, উদিতা, শিমলা ও এক গার্মেন্টস শ্রমিকসহ প্রায় ১১ জন আহত হন। আহতদের স্থানীয় আবদুল মালেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার কিছুক্ষণ পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে পুলিশ আসার পরেও জবির বাসটি আটকে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে রাত ৯ টার দিকে বাসটি নারায়নগঞ্জে নিয়ে আসা হয়।

ঘটনার সময় বাসে থাকা শিক্ষার্থী সাদিয়া রাহা বলেন, আমাদের বাসের ছেলেরা একটি ন্যায়সম্মত কথা বলায় তারা আমাদের উপর আক্রমন করা হয়েছে। তাদের আক্রমন এতটাই হিংস্র ছিল যে এ থেকে মেয়েরাও রেহায় পায়নি। মেয়েদের উপরেও আক্রমন করে শ্রমিকরা।

এ বিষয়ে প্রক্টর নূর মোহাম্মদ বলেন, আমরা রূপগঞ্জ থানায় প্রাথমিকভাবে জানিয়েছি এবং তারা ঘটনাস্থলে গিয়ে কারা এর সাথে সংশ্লিষ্ট তা বের করার চেষ্টা করছেন। আগামীকাল প্রক্টর অফিস ও পরিবহন পুলের প্রতিনিধি ঘটনাস্থলে যাবেন এবং থানায় অভিযোগ দায়ের করবেন। শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে এবং তারা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন বলেও জানান প্রক্টর।

উল্লেখ্য, এর আগে গত বছর জবির ঢাকা-মাওয়া সড়কে চলিত ‘আড়িয়াল’ বাসেও হামলার শিকার হতে হয় শিক্ষার্থীদের। এভাবে বারবার হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় আতঙ্কিত দূর-পাল্লার বাসের শিক্ষার্থীরা।

/সিএইচ

Comments