জবিতে ছাত্রলীগ কর্মীদের হাতে নারী ছাত্রলীগ কর্মী লাঞ্ছিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯ একুশ সংবাদ: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম গ্রুপের কর্মীদের হাতে শারীরীক ভাবে লাঞ্চিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী। রোববার বিকেলে জবি প্রক্টর বরাবর অভিযোগপত্রে ওই নারী শিক্ষার্থী নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী উল্লেখ করে অভিযোগ করেন। অভিযোগে বলেন, গত ১০ জানুয়ারী বৃহস্পতিবার শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের সংঘর্ষের সময় এবং সংঘর্ষের পরে শাখা ছাত্রলীগের সভাপতির কর্মীরা কয়েকবার শারীরীক ভাবে নির্যাতন করার চেষ্টা করেন। অভিযুক্তরা হলো, শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের কর্মী ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের ১৩তম ব্যাচের শাহারুল ইসলাম উম্মে, সমাজ বিজ্ঞান ১৩তম ব্যাচের আবু সাঈদ, পদার্থ বিজ্ঞান ১৩ তম ব্যাচের ডেবিট এবং শিক্ষা ও গবেষনা ইনষ্টিটিউটের ১৩ তম ব্যাচের রাজওয়ান ইসলাম সীমান্ত। এছাড়া ক্যাম্পাসের ক্যান্টিনের সামনে অশ্লীল ভাষায় গালি গালাজ, হুমকি ধামকি দেন এবং ক্লাসে যাওয়ার সময় কাঁঠাল তলায় তাকে শারীরিক ভাবে নির্যাতনের চেষ্টা করেন। নিজেকে অসহায় দাবী করে ওই নারী শিক্ষার্থী এই নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেন। কান্না বিজরিত কণ্ঠে ওই নারী শিক্ষার্থী বলেন, আমি ছাত্রলীগ করতেই পারি কিন্তু সবার প্রথমে আমি বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী হিসেবে এর বিচার দাবি করছি। এই বিষয়টি নিয়ে জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলে শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, ছাত্রলীগ বলে কোনো কথা না। অপরাধ যেই করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অভিযোগের বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতির কাছে জানতে চাইলে, তরিকুল ইসলাম সাংবাদিকের সাথে অশোভন আচরন করেন এবং অশ্লীল-অকথ্য ভাষায় গালি গালাজ করেন। তিনি প্রতিবেদককে তার সাথে দেখা করার কথাও বলেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে জবি প্রক্টর অধ্যাপক ড. নুর মোহাম্মাদ বলেন, আমরা একটি মেয়ের এমন অভিযোগ পেয়েছি। কিন্তু অফিস সময় শেষ হওয়ায় দেখতে পারিনি। কাল দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে জানতে চাইলে জবি ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, এই অভিযোগটি আমি পাইনি। তবে অভিযোগটি আগামীকাল দেখে আমাদের তদন্ত শেষে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। /সিএইচ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: