জবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, দর্শকের ভুমিকায় প্রক্টরিয়াল বডি (ভিডিও)

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯

বিশেষ প্রতিবেদক: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।

সোমবার বেলা ১২ টা থেকে সংঘর্ষ শুরু হয়ে এক ঘন্টার বেশি সময় চলে।

একাধিক প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে জবি ছাত্রলীগের স্থগিত কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীরা সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নেয়। অপরদিকে নতুন কমিটি প্রত্যাশি ছাত্রলীগের আরেক গ্রুপের কর্মীরা ১২ টার দিকে ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে তাদের ধাওয়া করলে তারাও পালটা আক্রমণ করে। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় ছাত্রলীগ কর্মীরা সুসজ্জিত ভাবে হেলমেট পরিধান করে ক্যাম্পাস থেকে নতুন পদ প্রত্যাশিদের তাড়িয়ে দেয়।

রাব্বানী ও শোভনের গ্রুপ বলে নিজেদের পরিচয় দেওয়া ছাত্রলীগের এক কর্মী মান প্রকাশ না করা শর্তে বলেন, ছাত্রলীগের স্থগিত কমিটির কর্মীরা আমাদের উপর পরিকল্পিতভাবে হেলমেট পরিহিত হয়ে হামলা করে। ১২ টার দিকে আমরা ক্যাম্পাসে প্রবেশ করার সময় আমাদের উপর এই হামলা চালানো হয়।

সংঘর্ষের সময় ছাত্রলীগ কর্মীরা লাটি, হাতুরি, রড়, চাপাতিসহ একাধিক দেশীয় অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষের এক পর্যায়ে ছাত্রলীগের হেলমেট পরিহিত কিছু কর্মী ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর চড়াও হয়।এসময় ক্যাম্পাসের নতুন ভবনের নিচে ছাত্রলীগের কিছু কর্মী দা-হাতে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া করে। এতে আতংকিত শিক্ষার্থীরা এদিক সেদিক ছুটাছুটি করে। এসময় এক সাধারণ শিক্ষার্থীর মোবাইল ছিনিয়ে নেই ছাত্রলীগের এক কর্মী।

সংঘর্ষের সময় প্রক্টরিয়াল বডি দর্শকের মতো দাড়িয়ে একপাশে অবস্থান নেয় । সংঘর্ষ থেমে গেলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।

সংঘর্ষের বিষয়ে জানার জন্য প্রক্টরের সাথে যোগাযোগ করার জন্য তাকে ফোনে পাওয়া যায়নি।

উল্লেখ্য গত ৩ ফেব্রুয়ারি ঘটে যাওয়া সংঘর্ষের ফলে জবি শাখা ছাত্রলীগের সকল কার্যক্রম বন্ধ সহ কমিটি স্থগিত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর পরপরই জবি ছাত্রলীগের অভ্যন্তরীণ কলহের জের ধরে উত্থান ঘটে বিদ্রোহী গ্রুপের। যারা জবিতে ছাত্রলীগের নতুন কমিটি দাবি করছে। এরই প্রেক্ষিতে কিছুদিন ধরে ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে তরিকুল-রাসেল গ্রুপ ও বিদ্রোহী গ্রুপের মধ্যে। অপরদিকে গতকাল (১৭ ফেব্রুয়ারি) জবি শাখা ছাত্রলীগের অফিস সীলগালা করেছে জবি প্রশাসন।

https://www.facebook.com/ekushnews24/videos/353944138536216/?t=11

/আইকে/সিএইচ

Comments