ঝিনাইদহে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত; সড়ক অবরোধ

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯

ঝিনাইদহ জেলা প্রতিনিধি ঝিনাইদহ শহরের আলহেরা-বাইপাস মোড়ে ট্রাক চাপায় ইমরান (১২) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

আজ সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইমরান জেলা সদরের শিকারপুর গ্রামের লোকমান মোল্লার ছেলে এবং আলহেরা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুলনা-কুষ্টিয়া মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে এবং একটি ট্রাক ভাং চুর করে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, সকালে শিকারপুর গ্রামের বাড়ি থেকে স্কুলে আসছিল ইমরান। পথিমধ্যে আলহেরা-বাইপাস মোড়ে এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পৌছে দেয়।

এদিকে ইমরানের মৃত্যুর ঘটনার প্রতিবাদে স্থানীয় এবং তার সহপাঠিরা ঘাতক ট্রাক চালককে আটক এবং শাস্তির দাবি ও স্পিড ব্রেকারের দাবিতে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে এবং একটি ট্রাক ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন করছে। ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো ট ২০-৮৫২৭) আটক করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।

/এসএস

Comments