স্থগিত হওয়া যশোর বোর্ডের আইসিটি পরীক্ষার পরবর্তী সময় পরে জানানো হবে

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯

ডেস্ক: প্রশ্নপত্রে ত্রুটির কারণে এসএসসিতে যশোর বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টায় আইসিটি বিষয়ের পরীক্ষা শুরুর পর ত্রুটি ধরা পড়লে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া।

যশোর বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আলিম গণমাধ্যমকে জানান, আইসিটি বিষয়ের এমসিকিউ অংশে মোট ২৫ নম্বরের পরীক্ষা হয়। ‘ঘ’ সেটের যে প্রশ্নপত্র হলে দেওয়া হয়েছে, তার এক পৃষ্ঠার ১২টি প্রশ্ন আইসিটি থেকে হলেও অন্য পৃষ্ঠার ১৩টি প্রশ্ন ছাপা হয়েছে ক্যারিয়ার শিক্ষা বিষয়ের প্রশ্ন থেকে। এজন্য পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা বুধবার। বিজি প্রেসের ভুলে এই জটিলতা তৈরি হয়েছে বলেও তিনি জানান।

আইসিটি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েচেন, পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।

/আরএ

Comments