‘যুগের চ্যালেঞ্জ মুকাবেলায় নিজেকে গড়ে তুলতে হবে’

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯

ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীল মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জ্ঞানার্জন, আমল ও অধ্যবসায়ের মাধ্যমে যুগের চ্যালেঞ্জ মুকাবেলায় নিজেকে গড়ে তুলতে হবে। সকল শিক্ষার্থীকে দূর্নীতি, সন্ত্রাস ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গঠন ও মানবতার কল্যাণে কাজ করার প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি ছাত্রদের সুন্নতের অনুসরণ ও আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন।

আজ মঙ্গলবার সকাল দশটায় ঢাকার ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিয়া সাঈদিয়া কারীমিয়া’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামিয়ার প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লি আলহাজ্ব মুহাম্মাদ আবু সাঈদের সভাপতিত্বে এবং নির্বাহী মুহতামিম অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের পরিচালনায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া ও বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড-এ ৫৭জন মেধা তালিকায় স্থান অর্জনকারী এবং ১৩৬ জন মুমতাজ (অ+) প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে শতভাগ পাশসহ ঈর্ষণীয় ফলাফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

মাদরাসার নির্বাহী মুহতামিম অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ইসলামী ও সাধারণ শিক্ষা সমন্বয়ে জামিয়া সাঈদিয়া কারীমিয়ার যে পথচলা শুরু হয়েছে, এবারের ফলাফল আমাদের উদ্দীপনাকে আরো বাড়িয়ে দিয়েছে। আমরা যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে বৈশ্বিক পরিসরে ভূমিকা রাখতে চাই।

উল্লেখ্য যে, জামিয়া সাঈদিয়া কারীমিয়া ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বেফাক ও কুরআন শিক্ষাবোর্ড পরীক্ষায় ৫৭জন মেধা তালিকায় স্থান অর্জন, ১৩৬ জন মুমতাজ ও ৮৯ জন জায়্যিদ জিদ্দান এবং শতভাগ পাশসহ ঈর্ষণীয় সাফল্য অর্জন করে।

এমএম/

Comments