জকসুর দাবিতে উন্মুক্ত আলোচনা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯ জকসু নির্বাচনের দাবিতে উন্মুক্ত আলোচনায় ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ। ছবি: চয়ন জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের (জকসু) দাবিতে সাধারণ শিক্ষার্থীদের সাথে উন্মুক্ত আলোচনা সভা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন । মঙ্গলবার (২২জানুয়ারি) ছাত্র সংগঠনটির নেতারা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্ত্বরে শিক্ষার্থীদের সাথে উন্মুক্ত আলোচনা সভা করেন । আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ এবং ছাত্র সমাজের অধিকার আদায়ের জন্য ছাত্র সংসদের বিকল্প নেই। কৃষক শ্রমিক মেহনতি মানুষের সাথে শিক্ষার্থীদের সংযোগ বৃদ্ধি, জাতীয় নেতৃত্ব সৃষ্টি এবং সুস্থ ধারার ছাত্র রাজনীতি পরিচালনা করার জন্য ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজন। এ সময় বক্তারা দ্রুত সময়ে বিশ্ববিদ্যালয়ের আইন পরিবর্তন করে ছাত্র সংসদের তফসিল ঘোষণা করার দাবি জানান। ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সভাপতি মিফতাহ আল ইহসান । এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রইউনিয়নের নেতাকর্মী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। /আইকে Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: